শুক্রবার ● ১৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
আশাশুনি : আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও তার অঙ্গ-সহযোগি সংগঠন, প্রেসক্লাব, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিন ব্যাপী কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক দিবসের পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও গণভোজ বিতরণ।
উপজেলা পরিষদ ও প্রশাসন: বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন শেষে সকাল ৯টায় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল শোক র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জী, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ।
আশাশুনি উপজেলা আওয়ামীলীগ (সভাপতি) : উপজেলা আ’লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে জনতা ব্যাংক চত্বরে সকালে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে আশাশুনি হাইস্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আ’লীগের সহ-সভাপতি শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক নীলকণ্ঠ সোম। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ সভাপতি সম সেলিম রেজা মিলন, যুব মহিলালীগের সভানেত্রী সীমা সিদ্দীকি, শ্রমিকলীগের সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, কলেজ ছাত্রলীগের সম্পাদক তানভীর রহমান রাজ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গণভোজ বিতরণ করা হয়।
আশাশুনি উপজেলা আওয়ামীলীগ (সম্পাদক): উপজেলা আ’লীগ ও সংগঠনের আয়োজনে শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সরদার মুজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগের যুগ্ম-সম্পাদক আছাদুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, তাঁতীলীগের সভাপতি বদিউজ্জামান মন্টু, সম্পাদক রবিউল ইসলাম নবু, তরুনলীগের সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক রবিউল ইসলাম রবি, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান তাজসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে গণভোজ বিতরণ করা হয়।
আশাশুনি সরকারি কলেজ: আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমানের নেতৃত্বে কলেজ চত্বর থেকে শোক র্যালী বের করে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালীতে অংশগ্রহন শেষে কলেজ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন কলেজের প্রভাষক সুশীল চন্দ্র মন্ডল, হোসেন আলী, হাবিবুর রহমান, জাকির হোসেন, শাহাদাৎ হোসেন টিটল, মিজানুর রহমান প্রমুখ।
খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের নেতৃত্বে কাকবাসিয়া হাজী মকবুলিয়া বাজারে শোক র্যালী ও আলোচনা সভা শেষে গণভোজ বিতরন করা হয়।
শ্রীউলা ইউনিয়ন: বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় নাকতাড়া প্রাইমারি স্কুল মাঠে শোক দিবস উপলক্ষ্যে শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আবু হেনা সাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, এড. জহরুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ রায়হান সাদ প্রমুখ। আলোচনা সভা শেষে গণভোজ বিতরন করা হয়।
নৈকাটি (বুধহাটা): বুধহাটার নৈকাটি কমিউনিটি ক্লিনিকের আয়োজনে বিকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লিনিকের প্রতিনিধি সাইফুজ্জামান সাগর। বক্তব্য রাখেন, প্রাক্তন প্রধান শিক্ষক ছদর উদ্দীন, ইউপি সদস্য মতিয়ার রহমান, আ’লীগ নেত্রী ফেরদৌসী বেগম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু তালেব, মোস্তফা মোড়ল, মহসিন মোড়ল, রবিউল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে দোয়ানুষ্ঠান ও তাবারক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে আ’লীগ, মুক্তিযোদ্ধা, স্কুল, কলেজ, মাদ্রাসায় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করার খবর পাওয়া গেছে।