শুক্রবার ● ২৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দু’টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দু’টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠান থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না পৌরসভাস্থ মর্ডান বেকারীতে খাদ্য দ্রব্যে ভেজালের অভিযোগে ৪০ হাজার টাকা ও কালী মাতা মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে ৩ হাজার টাকা আদায় করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক সহ সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য, উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল পৌরসভা সদর সহ ১০টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারের হোটেল ও রেস্তরা গুলোয় স্বাস্থ্য বিষয়ক প্যানা, কালার ফুড, কলার ড্রাইকেক, লাড্ডু, সফ্ট কেক, জেলাপী, পাখা মিঠায়ের রং মুক্ত ও ওজনে কম দেওয়া সহ ফর্মালিন মুক্ত বাজার নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম অব্যহত রেখেছেনে।