বুধবার ● ২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পরিবেশ » জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছেঃ খুলনায় পরিবেশ উপমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছেঃ খুলনায় পরিবেশ উপমন্ত্রী
এস ডব্লিউ নিউজ:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার
খুলনায় চলমান গ্রিন বেল্ট কার্যক্রমের আওতায় বুধবার বিকালে বটিয়াঘাটায়
শেখ রাসেল ইকো পার্কে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণকালে উপমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা,
ঝড়-জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষায় বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলবায়ু
পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তিনি
পরিকল্পিতভাবে যেখানে যে প্রজাতির গাছ উপযুক্ত সেখানে সেই প্রজাতির গাছ
রোপণ করতে বলেন। এছাড়া অন্যান্য গাছের পাশাপাশি বেশি করে নিম গাছ রোপণ
করার পরামর্শ দেন। তিনি পতিত জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার
নিশ্চিত করতে সকলকে আহ্বান জানান।
পরে উপমন্ত্রী শেখ রাসেল ইকো পার্ক পরিদর্শন করেন। এসময় খুলনার জেলা
পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভাগীয় বন কর্মকর্তা, বটিয়াঘাটা উপজেলার ইউএনও
প্রমুখ উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির