বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছা পাবলিক লাইব্রেরী সংস্কার প্রয়োজন
পাইকগাছা পাবলিক লাইব্রেরী সংস্কার প্রয়োজন
একেএম নওয়াজ শরীফ, পাইকগাছা ॥
খুলনা জেলার পাইকগাছা পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত পাইকগাছা পাবলিক লাইব্রেরী। দীর্ঘ দিন ধরে ভবন সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে ও প্লাস্টার খসে পড়ে মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে। ভবনের বাইরের অংশ এতটাই ঝুকিপূর্ণ যে, যেকোন মুহুর্তে ভবনের নীচতলার ছাদ ধ্বসে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে। লাইব্রেরীর সাথে অবস্থিত পাইকগাছা পৌরসভা জাদুঘর” সে রুমের ছাদের অবস্থা ভাল নয়, তাছাড়া দ্বিতল ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। এসব কারণে দিন দিন পাবলিক লাইব্রেরীর পাঠকের সংখ্যা কমছে।
লাইব্রেরীর চেয়ার, টেবিল, আসবাবপত্রের অবস্থা খুব বেশি ভাল না। লাইব্রেরীতে চেয়ার গুলো সংস্কার না করায় ভেঙ্গেচুড়ে গেছে এবং কয়েকটি টেবিলের অবস্থা খুববেশি ভাল না। লাইব্রেরীর মেঝের বেশ কিছু অংশ ভেঙ্গে গেছে এবং উপরে ছাদের অনেক জায়গা ফেটে গেছে যেকোন মুহূর্তে ভেঙ্গে পড়ে দূর্ঘটনা ঘটার আশঙ্খা রয়েছে। দরজা জানালা গুলোর বেশ কিছু অংশ ভেঙ্গে গেছে। কাগজ পত্র রাখার তাক এবং বই রাখার আলমারি গুলো কয়েকটি নষ্ট হতে বসেছে এবং বেশির ভাগ ফ্যান অচল রয়েছে। তাছাড়া সুপেয় পানির যথেষ্ট অভাব রয়েছে।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত লাইব্রেরীতে অসংখ্যা বই পুস্তাক রয়েছে। লাইব্রেরীতে কয়েক হাজার বই রয়েছে। প্রতিদিন পাঠক এখানে পত্রিকা সহ বিভিন্ন চাকুরির খবর, লটারির সংবাদ, বিনোদন মূলক ম্যাগাজিন সহ বিভিন্ন ধরনের বই পড়তে লাইব্রেরীতে আসে।
লাইব্রেরীর পাশেই অবস্থিত আদর্শ শিশু বিদ্যালয় (কে.জি স্কুল)। স্কুলের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা লাইব্রেরী ভবনের পাশ দিয়ে চলাচল ও পাশে মাঠে খেলা-ধুলা করে। ঝুকিপূর্ণ ভবনের পাশ দিয়ে চলাচলের জন্য মারাত্মক দূর্ঘটনার ঝুকি রয়েছে। তাই লাইব্রেরীটি অতি দ্রুত সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন লাইব্রেরীর পাঠক ও এলাকাবাসী।