শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » চাপড়া হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক মতবিনিময় সভা ও মিড-ডে উদ্বোধন
চাপড়া হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক মতবিনিময় সভা ও মিড-ডে উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাধারন সম্পাদক সমীর রায়, ম্যানেজিং কমিটির সদস্য আসাদুল হক, রিয়াজুল গাজী, এসএম মাহবুবুল আলম সাকি, সহকারি প্রধান শিক্ষক বিমলেন্দু কুমার দাশ, সিনিয়র শিক্ষক মাওলা বক্স, মাওঃ এবিএম মনিরুজ্জামান, আছাদুল হক, অসিত কুমার দেবনাথ, শহিদুল ইসলাম শহিদসহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। উদ্বোধনী দিনে স্কুলের ৩১০ জন শিক্ষার্থীকে খিচুড়ী পরিবেশন করা হয়। এর আগে স্কুল ক্যাম্পাসে স্কুলের আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৭ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে প্রতি গ্রুপে ১০ জন করে বিভক্ত করে ৫টি গ্রুপের পৃথক পৃথক অংশ গ্রহনে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নের জবাব ও মতবিনিময় করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা ও বেতার শিল্পী আব্দুল মান্নান ও মুক্তিযোদ্ধা আব্দুল হক। শিক্ষার্থীরা এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে মতবিনিময় ও প্রশ্নোত্তরের মাধ্যমে বিস্তারিত জানতে পারে।