সোমবার ● ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » আশাশুনির শোভনালীতে জাগরণী সংঘের বর্ষপুর্তিতে ধর্মীয় আলোচনা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ
আশাশুনির শোভনালীতে জাগরণী সংঘের বর্ষপুর্তিতে ধর্মীয় আলোচনা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ
আশাশুনি ব্যুরো: আশাশুনির শোভনালীতে সনাতন ধর্মালম্বীদের জাগরণী সংঘের বর্ষপুর্তি উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বদরতলা ও কৈখালী সার্বজনীন দুর্গা পুজা উদযাপন কমিটির সহযোগিতায় এবং সনাতন ধর্ম জাগরণী সংঘের উদ্যোগে বেদপাঠ, গীতাপাঠ, চন্ডীপাঠ, শঙ্খ ধ্বনি, উলুর ধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈখালী পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিস্ত্রী। ডাঃ ঠাকুরপদ ঢালীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ও পুরষ্কার বিতরণ করেন, বাগেরহাট শ্রী রামকৃষ্ণ মঠ ও সেবাশ্রমের স্বামীজী কালিকেশানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রনব মঠ রামনাথপুর ব্রহ্মচারী শ্যামল মহারাজ। দেবহাটা উপজেলা হিন্দু, বৌদ্য ও খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক ও সাধারণ সম্পাদক সমীর রায়, শোভনালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, বদরতলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বর্ম্মন। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক কানাই লাল মন্ডল, শিক্ষক সুজন মন্ডল, ডাঃ জগদীশ মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক বরুন মল্লিক, রঞ্জন দেব বর্ম্মণ, কার্ত্তিক চন্দ্র সরকার, সুভাঙ্কার বাছাড়, অনাদি মন্ডলসহ বদরতলা ও কৈখালী সার্বজনীন দুর্গাপুজা উদযাপন কমিটি ও জাগরণী সংঘের সদস্যবৃন্দ।