রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে গনেশ ঘোষের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি মামলায় হাবিবুল্লাহ শ্যামনগর থেকে গ্রেপ্তার
আশাশুনিতে গনেশ ঘোষের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি মামলায় হাবিবুল্লাহ শ্যামনগর থেকে গ্রেপ্তার
আশাশুনি: আশাশুনির শোভনালীতে মাষ্টার গনেশ ঘোষের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি মামলায় হাবিবুল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে শ্যামনগর থেকে। থানা সূত্রে জানাগেছে, অতি সম্প্রতি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকারঝুটি গ্রামের মাষ্টার গনেশ ঘোষের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এতে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে একদল ডাকাত পরিবারের সবাইকে মারপিট ও অজ্ঞান করে মূল্যবান সম্পদ লুটপাট বা হরণ করে। এ ঘটনায় আশাশুনি থানায় ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা রেখে ১২(০৯)১৯ নং নিয়মিত মামলা দায়ের হয়। সে থেকে আশাশুনি থানা পুলিশ বিভিন্ন তদন্তান্তে ডাকাতির সাথে জড়িতদের ধরার জন্য হন্যে হয়ে খুজে বেড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে এএসআই মোকাদ্দেস হোসেন, ও কায়ছারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতি হওয়া বাড়ীর পার্শ্বববর্তী বৈকারঝুটি গ্রামের মকবুল সরদারের পুত্র নারী লোভী হাবিবুল্লাহ (৪৫)কে শ্যামনগর উপজেলাধীন কলবাড়ী বাজার হইতে গ্রেপ্তার করে আশাশুনি থানা হেফাজতে নেয়। আশাশুনি থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে আসামী হাবিবুল্লাহকে গতকাল কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।