রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও বাসগৃহ উদ্বোধন
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও বাসগৃহ উদ্বোধন
আশাশুনি : আশাশুনিরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ডিজিটাল পদ্ধতিতে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রাণালয় কর্তৃক উপজেলায় নির্মিত ৩টি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ১৮টি দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন। পরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়ে র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, পিআইও সোহাগ খাঁন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ডাঃ গাওছুল হক, সাংগঠনিক সম্পাদক বিমল কৃষ্ণ গাইন, কুল্যা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আহাদ আলী, কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোসলেম আলী মালী, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মানছুরুল হক রাজু, দাতা সদস্য আব্দুল হান্নান সরদার, প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, একলাছুর রহমান, পরিমল কুমার দাশ, শংকর কুমার গাইন, কামরুল ইসলাম, কাদাকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোতাহারুল হক সজল, প্রধান শিক্ষক কামরুল ইসলাম, নবীন চন্দ্র সরকার, ইউপি সচিব মনজুরুল ইসলাম, সমাজসেবক তুহিন উল্লাহ তুহিনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সিপিবির সদস্যবৃন্দ।