মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য উপজেলার পৌর সদরে বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে।
পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার পৌরসভার খাদ্য গুদাম চত্ত্বর, কোট চত্ত্বর, পাইকগাছা আদর্শ শিশু বিদ্যালয় চত্ত্বরের বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৫০টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য, সুষমা রানী মন্ডল, রেশমা আক্তার, মোঃ মেহেদী হাসান, আব্দুল কুদ্দুস, আদিত্য রজব, মোঃ ইমরান হোসেন, পরিবেশ কর্মী কওসার আলী প্রমুখ।
উল্লেখ্য, পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে প্রায় ৮শ মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে।