মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত
সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবনে র্যাব-৬ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনীর প্রধান আমিনুলসহ চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কয়রা উপজেলার সুন্দরবনের কয়রাখাল নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- আমিনুর বাহিনীর প্রধান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আমিনুল (৩৩), তার সেকেন্ড ইন কমান্ড কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের রহমান সরদারের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও বনদস্যু বাহিনীর সদস্য বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মনরঞ্জন সাহার ছেলে শনিস সাহা(৩৫) ও সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার দিকলারআইট গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে আক্তারুল(৩৫)।
এসময় র্যাবের সৈনিক সৌরভ ও সেপাহী নাহিদ আহত হয়েছেন।
র্যাব-৬ এর ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সদস্যরা খবর পায় জলদস্যু আমিনুর বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর কয়রা খাল নামক স্থানে কয়েকটি নৌকায় অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে অবস্থান করছে। ভোরে র্যাবের একটি টিম সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা সুন্দরবনের জঙ্গলের মধ্যে ঢুকে সশস্ত্র অবস্থান নেয়। র্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে চার জলদস্যু নিহত ও র্যাবের এক সৈনিক ও সিপাহী আহত হন। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।