শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » আশাশুনিতে জাতীয় যুুব দিবস পালিত
আশাশুনিতে জাতীয় যুুব দিবস পালিত
আশাশুনি : আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুুব দিবস’১৯ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর’র আয়োজনে ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, সংগঠনের অনুদান, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়। পিকেএসএফ ও উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যৌথভাবে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও মীর আলিফ রেজা। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে অফিস সহকারি তাওমিদ হোসেনের উপস্থাপনায় ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, আকাশ হোসেন, আত্মসাবলম্বী যুব সুশান্ত মল্লিক, গৌতম কুমার মন্ডল, খায়রুল বাশার সাদ্দাম ও পিয়া সেন প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক সামাজিক আন্দোলনে মৌমাছি’র পরিচালক সুশান্ত মল্লিককে ও বৃক্ষ রোপন অভিযান রবিন্দ্র নাথ দে-কে পুরষ্কৃত করা হয়। এ ছাড়া ২৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে ৪০/৬০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।