শুক্রবার ● ৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » কেশবপুরে দালাল মুক্ত ড্রাইভিং লাইসেন্সের কম্পিটেন্সি টেস্ট ও মৌখিক পরীক্ষা
কেশবপুরে দালাল মুক্ত ড্রাইভিং লাইসেন্সের কম্পিটেন্সি টেস্ট ও মৌখিক পরীক্ষা
এম আব্দুল করিম কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুর উপজেলা পরিষদের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের জন্য বুধবার দালাল মুক্ত সুন্দর পরিবেশে কম্পিটেন্সি টেস্ট ও মৌখিক পরীক্ষা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে মৌখিক পরীক্ষার সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ)মটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোর্দ্দার, সহকারী মোটরজান পরিদর্শক আব্দুল মতিন, ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) প্রশান্ত ঘোষ, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান, কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এনামুল হক।
ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করেন ১৪৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে কৃতকার্য হয়েছে হয় ১১০ জন, অকৃতকার্য (ফেল) হয়েছে ৩৭ জন। মৌখিক পরীক্ষায় ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে হয় ৮১ জন, অকৃতকার্য (ফেল) হয়েছে ২৯ জন। এসময় পরীক্ষার্থী আব্দুল কাদের, রাশিদুল ইসলামসহ একাধিক পরিক্ষার্থী বলেন খুব সুন্দর পরিবেশে ও দালাল বিহীন স্বচ্ছ পরিক্ষা দিতে পেরে আমরা অনেক খুশি তাই আমাদের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি মহদয় এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট কৃতজ্ঞ। এসময় উপস্থিত শত শত মানুষ সুন্দর পরিবেশে ও দালাল বিহীন স্বচ্ছ পরিক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স গ্রহন করতে পারে সে জন্য কেশবপুরে ড্রাইভিং লাইসেন্সের কেন্দ্রটি অব্যাহত রাখতে বিভাগীয় কমিশনার, স্বরাষ্ট্র সচিব, এবং স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট জোরদাবী জনিয়েছেন।