বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় মেইন সড়কের উপর ঘূর্ণিঝড়ে হেলেপড়া গাছ না কাটায় দূর্ঘটনার আশঙ্কা
পাইকগাছায় মেইন সড়কের উপর ঘূর্ণিঝড়ে হেলেপড়া গাছ না কাটায় দূর্ঘটনার আশঙ্কা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মেইন সড়কের উপর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে হেলেপড়াগুলো না কাটায় যানবাহন চালচল ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ভারী ও উচু যানবাহন চলাচলে মারাত্বকভাবে বিঘ্নিত হচ্ছে। মাঝে মধ্যে গাছের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনের ক্ষয়ক্ষতি হচ্ছে। সড়কের উপর ঝুঁকিপূর্ন হেলেপড়া গাছটি না কাটায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে চালকরা জানিয়েছে।
জানাগেছে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পাইকগাছা এলাকায় ব্যাপক পরিমাণ গাছ-পালা ভেঙ্গে ও উপড়ে পড়ে। রাস্তার উপর উপড়ে পড়া গাছ-পালা কেটে বিদ্যুৎ লাইনের সংযোগ ও যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে মেইন সড়কের পাইকগাছা পৌরসভার টিএনটি অফিসের দক্ষিণ পাশে উপজেলা পরিষদের সীমানোর মধ্যে একটি মেহগণি গাছ রাস্তার উপর হেলে পড়লে গাছের ডাল-পালা কেটে রাস্তা সচল করা হয়েছে। তবে ভারী যানবাহনগুলো ঝুকি নিয়ে চলাচল করছে। মেইন সড়কের সরল বাজারের উত্তর পাশে কয়েকটি মেহগণি গাছ রাস্তারপর হেলে পড়লে ডাল-পালা কেটে দেওয়া হলেও গাছগুলোর ঝুকিপূর্ণ হয়ে রয়েছে। তাছাড়া মেইন সড়কের গোপালপুর পিচের মাথা নামক স্থানে একটি রোড শিরিশ গাছ রাস্তার উপর হেলে পড়ে চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত যানবাহন গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষয়ক্ষতি ও দূর্ঘটনা ঘটছে। তাছাড়া এই সড়কে বিভিন্ন স্থানে ঝড়ে রাস্তার উপর গাছ হেলে পড়েছে। সব গাছগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রাস্তার উপর হেলে পড়েছে। পাইকগাছা-ঢাকা রুটের এমআর পরিবহনের চালক মোঃ আনারুল হক সবুজ বলেন, গোপালপুর পিচের মাথা মোড়ের শিরিশ গাছটি খুব ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। ঐ স্থান পার হওয়ার সময় গাছে লেগে ছোট খাটো দূর্ঘটনা ঘটছে। মিনিবাস চালক দেলোওয়ার হোসেন জানান, ঝুকিপূর্ণ গাছটি পার হওয়ার সময় রাস্তার অন্য যানবাহনকে সাইড দেওয়ার সময় গাছে ধাক্কা লেগে বাসের ক্ষয়ক্ষতি হচ্ছে। ট্রাক চালক সরল ৫নং ওয়ার্ডের অবেদ আলীর ছেলে আশিক রহমান জানান, আমাদের প্রতিদিন মালভর্তি কাঁকড়া ঢাকায় নিয়ে সময়মত ঢাকায় পৌছাতে হয়। আর রাস্তার উপর এমন হেলেপড়া গাছের ধাক্কায় কাঁকড়ার ঝুড়ি পড়ে গিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। গাছটি না কাটলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, রাস্তার উপর হেলেপড়া গাছটি পরিদর্শন করা হয়েছে। ঝুঁকিপূর্ন এ গাছটি কাটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা প্রশাসনের সীমানা প্রাচীরের পাশের মেহগণি গাছটি রাস্তার উপর বিপদজনক অবস্থায় হেলে পড়ে রয়েছে। গাছটি কাটার জন্য স্থানীয়রা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। তাছাড়া গাড়ীর চালক ও এলাকাবাসী দুর্ঘটনা রোধে মেইন সড়কের উপর বিভিন্ন স্থানে হেলেপড়া ঝুকিপূর্ন গাছটি অতিসত্বর কেটে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।