বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নতুন হাটের চাদনী সেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্যবসায়ী ও এলাকাবাসীর ক্ষোভ; কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
পাইকগাছায় নতুন হাটের চাদনী সেট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্যবসায়ী ও এলাকাবাসীর ক্ষোভ; কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় নতুন হাটের চাদনী সেট নির্মাণে দুই তিন নম্বর ইট ব্যবহার, নিম্নমানের সামগ্রী, পরিমাণে কম দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীরা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় স্থানীয় প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাজার সেট নির্মাণ কাজ পরিদর্শন করে দুই নম্বর ইট ব্যবহার বন্ধ ও বালি-সিমেন্ট সঠিক ভাবে ব্যবহার করার নির্দেশ দেন। তবে ঠিকাদার ২/৩ দিন কাজ বন্ধ রেখে পূনরায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে আগের মতই কাজ করছে বলে ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা টেন্ডার মোতাবেক কাজ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
জানাগেছে, নতুন হাটের চাদনী সেট নির্মাণের জন্য ৫৭ লাক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ৬টি টিনসেট, ১টি খোলা চাদনী, ১টি ল্যাটিন, ১টি অফিস ঘর, ১টি টিউবওয়েল ও হাটের মধ্যে সিসিরোড নির্মাণ বাবদ এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ঠিকাদার বদুরুজ্জামান বাবলু এর মেসার্স ফয়সাল ট্রেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ করছে। কাজের শুরু থেকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্যবসায়ীরা অভিযোগ করলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা কর্ণপাত না করেই কাজ করে চলেছে। বাজারে কাঁচামাল ব্যবসায়ী কবির হোসেন জানান, ২/৩ নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। সেটের মাঝখানে সিসিরোড এবড়ো থেবড়ো করে নির্মাণ করা হয়েছে। বৃষ্টি হলে পানি সেটের মধ্যে জমে থাকে বলে ব্যবসায়ী মোস্তফা, জয়নাল, বাবলু ও এরশাদ আলী জানিয়েছে। তারা আরো জানায়, সিডিউল মোতাবেক কাজ করার কথা বললে ঠিকাদারের লোকজন তাদের ধমক দিয়ে তাদের ইচ্ছামত কাজ চলেছে। বাজারে বৃষ্টির পানি নিষ্কাসনের পথ সঠিকভাবে রাখা হয়নি। সামান্য বৃষ্টি হলে পানি জমে থাকে। নির্মাণ কাজের সিডিউল সাইন বোর্ড বাজারে লাগানোর কথা থাকলেও তা লাগানো হয়নি। এ ব্যাপারে সাব কন্টাক্টর মোঃ আসলাম মিয়া বলেন, ঠিকাদার যে মালামাল দিচ্ছে তা দিয়ে আমরা কাজ করছি। নির্মাণ কাজের তদারকি করছেন ঠিকাদারের ভাই লাভলু। তার কাছে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে বলেন, সঠিক ভাবে কাজ করা হচ্ছে, বাজারের সকল ব্যবসায়ী আমার পক্ষে রয়েছে। তারাও আমার কাজে সহযোগিতা করছে। ২/৩ নম্বর ইট ব্যবহারের কথা জানতে চাইলে তিনি বলেন পাইকগাছা ভাটায় যে ইট পাওয়া যাচ্ছে সেই ইট দিয়ে কাজ করছি। ১/২ ইঞ্চি পরিমাণ বালু দিয়ে কাজ করায় সে কাজ বন্ধের বিষয় তিনি জানান, সিডিউলে ৬ ইঞ্চি পরিমাণ বালি দেওয়ার কথা থাকলেও এখন ১৮ থেকে ২০ ইঞ্চি পরিমাণে বালি দিয়ে কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা সাব এসিস্ট্যা- ইঞ্জিনিয়ার ফরিদুজ্জামান বলেন, কাজের তদারকি করা হচ্ছে। ঠিকাদার দক্ষিণ পাশের রাস্তার বালির পরিমাণ কম দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন জন্য তদারকি করা হচ্ছে। উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ বলেন, কাজ সিডিউল মোতাবেক করতে হবে। নতুন বাজার উপজেলার ঐতিহ্যবাহী বাজার। এ গুরুত্বপূর্ণ বাজারে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান সহ ৩ শতাধিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সাপ্তাহিক কাঁচা বাজারে সেট নির্মাণ যাতে সিডিউল মোতাবেক যথাযথভাবে নির্মাণ করা হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা।