শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » আশাশুনিতে মরিচ্চাপ পার্ক উদ্বোধনীতে সাংবাদিকগণ শুধু সমাজের দর্পন নয়, দেশ ও জাতির উন্নয়নে পার্টনারশীপ:জেলা প্রশাসক
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » আশাশুনিতে মরিচ্চাপ পার্ক উদ্বোধনীতে সাংবাদিকগণ শুধু সমাজের দর্পন নয়, দেশ ও জাতির উন্নয়নে পার্টনারশীপ:জেলা প্রশাসক
৪০১ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে মরিচ্চাপ পার্ক উদ্বোধনীতে সাংবাদিকগণ শুধু সমাজের দর্পন নয়, দেশ ও জাতির উন্নয়নে পার্টনারশীপ:জেলা প্রশাসক

আশাশুনি ---: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোক্তফা কামাল বলেছেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যেমন বৃক্ষের প্রয়োজন, তেমনি সমাজের জঞ্জাল পরিষ্কার করতে বিনোদনেরও প্রয়োজন। আশাশুনিতে বিনোদনের অভাব কাটাতে সকাল শ্রেনী ও পেশার মানুষের জন্য পার্কের উদ্যোগ অত্যান্ত দাবী বলে আমি মনে করি। তাই উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের সার্বিক প্রচেষ্টায় মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক পূর্ণাঙ্গ পার্কে রূপ নিতে যাচ্ছে। তিনি উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সহ পার্ক প্রতিষ্টার সাথে জড়িত সকলের ভুয়সী প্রসংশা করেন। প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিকগণ শুধু সমাজের দর্পন নয়, তারা দেশ ও জাতির উন্নয়নে পার্টনারশীপ হিসেবে কাজ করেন বলে আমি মনে করি। তিনি জেলা শহরের সাথে সাথে উপজেলার সকাল বাজারের জঞ্জাল আবর্জনা উচ্ছেদ করে পরিবেশ সুন্দর ও সাবলিল করার প্রত্যয় ব্যাক্ত করেন। জেলা প্রশাসক বলেন, সরকারি বিধি বহির্ভুত ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা সকল ইট ভাটা দ্রুত সময়ের মধ্যে অবশ্যই বন্ধ করা হবে। তিনি সাতক্ষীরাতে অবস্থান করা কালীন মুজিব বর্ষ পালন করা সম্ভব হলে সেটি হবে জেলার জন্য একটি মাইল ফলক আয়োজন। সোমবার বিকালে আশাশুনির দক্ষিণ চাপড়া মরিচ্চাপ নদীর তীরে চর ভরাটী মরিচ্চাপ ব্রীজের নিচে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক এসএম মোক্তফা কামাল এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসের মীর আলিফ রেজার সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক ও শেখ রাসেল স্মৃতি কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা প্রশাসক পতœী ও সাতক্ষীরা লেডিস ক্লাবের সভাপতি মিসেস লাভলী কামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় অসীম বরন চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ইউএনও পতœী ও আশাশুনি লেডিস ক্লাবের সভাপতি মিসেস কানিজ মীম, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক সম্পাদক কামরুজ্জামান, ওসি তদন্ত ইমারাত হোসেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, প্রকৌশলী আ.ব.ম মোছাদ্দেক, সম সেলিম রেজা মিলন, দীপঙ্কর সরকার দীপ, আব্দুল বাছেত হারুন চৌধুরী, আব্দুল আলীম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবিব, সম্পাদক সমীর রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ একযোগে কেক কেটে পার্কের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি পার্কের ভিতরে কেওড়ার চারা রোপন, বিভিন্ন প্রাণির প্রতিকৃতি ও বসার ঘরও উদ্বোধন করেন। এছাড়া জেলা লেডিস ক্লাবের সভাপতি মিসেস লাভলী কামাল ও আশাশুনি লেডিস ক্লাবের সভাপতি মিসেস কানিজ মীম যৌথভাবে কেওড়া পার্কের মধ্যে শিশু পার্কটিকে শেখ রাসেল শিশু কর্ণার হিসাবে উদ্বোধন করেন। সবশেষে প্রধান অতিথি জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল সাইকেল চালিয়ে দূর্নীতি বিরোধী র‌্যালীতে অংশগ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)