রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার বাইশারাবাদ নদী থেকে অবৈধ নেট, পাটা অবমুক্তর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা
পাইকগাছার বাইশারাবাদ নদী থেকে অবৈধ নেট, পাটা অবমুক্তর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছার বাইশারাবাদ নদী থেকে অবৈধ নেট, পাটা ও জাল অবমুক্ত করার জন্য পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করেছেন মৎস্যজীবী ও এলাকাবাসী। এলাকার মৎস্যজীবীরা বাইশারাবাদ নদী জনস্বার্থে উন্মুক্ত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, ৭নং গদাইপুর ইউনিয়নের অবস্থিত বদ্ধ নদীতে অবৈধভাবে নেট-পাটা ও জাল ফেলে পুরাইকাটী গ্রামের জিয়াদুল ইসলাম নদীর ¯্রােত বন্ধ করে ইচ্ছামত মাছ ধরছে। ঝূর্ণিঝড় বুলবুলের আঘাতে এলাকা প্লাবিত হয়েছিল। সে সময় নেট-পাটা দিয়ে নদী থেকে মাছ ধরা অব্যাহত রাখায় পানি নিস্কাষন ব্যাহত হয়। এ সময় এলাকাবাসী চেয়ারম্যানকে জানালে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ দিয়ে নদী থেকে জাল উঠিয়ে ইউনিয়নে পরিষদে নিয়ে আসে। পরে জিয়াদুল বাইশারাবাদ নদীতে আর মাছ ধরবে না এই মর্মে চেয়ারম্যানের নিকট অঙ্গীকার করে জাল নিয়ে আসে। কিন্তু কয়েকদিন পরে সে যথারীতি বাইশারাবাদ নদীতে জাল পাটা দিয়ে মৎস্য আহরণ অব্যাহত রেখেছে। এর ফলে এলাকার মৎস্যজীবীরা নদী থেকে মৎস্য আহরণ না করতে পেরে কর্মহীন হয়ে পড়েছে। এ ব্যাপারে গদাইপুর ইউপি চেয়ারম্যান জুনায়েদুর রহমান জানান, তাকে একাধিকবার বলার পরও সে নির্দেশ না মেনে জাল পাটা ফেলে অবৈধভাবে মাছ আহরণ করে চলেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে। তাছাড়া তার কারণে সেখানকার পরিবেশে নষ্ট হচ্ছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, নায়েব তহিদুল ইসলাম ও সার্ভেয়ার সাকিরুলের উপর অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্তে অন্যায় ও অবৈধ কোন বিষয় থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।