শুক্রবার ● ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » বিশ্ব » শতাব্দীর সবচেয়ে বড় হীরা
শতাব্দীর সবচেয়ে বড় হীরা
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান মিলল আফ্রিকার দেশ বতসোয়ানায়। শুধু আকৃতিতেই নয়; গুণগত মানেও এটি অতি উচ্চ পর্যায়ের। হীরাটি উত্তোলনকারী খনি কোম্পানি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। উত্তোলনকারী প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ড ফার্ম জানিয়েছে, হীরাটি এক হাজার ১১১ ক্যারেটের। এটি বতসোয়ানার করোউই খনি থেকে উত্তোলন করা হয়েছে। এটিকে এ শতাব্দীর সবচেয়ে বড় হীরা বলা হচ্ছে। সর্ববৃহৎ কুলিনান হীরাটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে উত্তোলন করা হয়েছিল। সেটি ছিল তিন হাজার ১০৬ ক্যারেটের। এটিকে নয়টি আলাদা খণ্ডে বিভক্ত করা হয়েছিল, যার বেশির ভাগই এখন শোভা পাচ্ছে ব্রিটিশ রাজমুকুটে। খনি কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, আধুনিক প্রক্রিয়ায় উত্তোলন করা হীরার মধ্যে বতসোয়ানার এই রতœটি সর্ববৃহৎ। হীরা উৎপাদনকারী দেশের মধ্যে বতসোয়ানা বিশ্বে দ্বিতীয়। দেশটিতে এত বড় হীরা উত্তোলনও এই প্রথম। হীরাটির বিশ্লেষণ এখনও করা হয়নি। তবে সার্বিক দিক হিসাবে নিয়ে হীরা বিশেষজ্ঞ কিয়েরন হজসন বলেন, এটি খুবই দামি একটি রতœ হিসেবে বিবেচিত হবে।