রবিবার ● ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত
পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত
এস ডব্লিউ নিউজ:
পাইকগাছায় গ্রাম সাংবাদিকতার পথিকৃৎ চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সিজেএনবি ও প্রেসক্লাব পাইকগাছার আয়োজনে মোনাজাতউদ্দিনের স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিজেএনবি পাইকগাছা শাখা ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার সৈয়দ মিনার হোসেন, পরিবেশ বাদী সংগঠন বনবিবি’র কোষাধ্যক্ষ সাংবাদিক আশিষ রায় চৌধুরী মিন্টু, রিপন হোসেন, এসএম রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, আলোকযাত্রা দলের সদস্য আরজু সুলতানা, রাসেল মল্লিক, মনিরুল ইসলাম, গোবিন্দ লাল রায়, কওছার হোসেন প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, সৎ, নির্ভিক, নিষ্ঠাবান, কঠোর পরিশ্রমী সাংবাদিকের নাম মোনাজাতউদ্দিন। তিনি শুধু গ্রামের সাংবাদিক নয়, সকলের স্তরের সাংবাদিকদের শেখার রয়েছে তার কাছ থেকে। গ্রাম সাংবাদিকতায় তার আদর্শ সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। উলেখ্য, ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর এই দিনে যমুনা নদীর কালাসোনার ড্রেজিং পয়েন্টে দুইটি নৌকা ডুবির তথ্যানুসন্ধ্যান করতে গিয়ে ফেরীর ছাঁদ থেকে পানিতে পড়ে তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।