শনিবার ● ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » রাজনীতি » দাকোপে মুজিববর্ষ পালনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
দাকোপে মুজিববর্ষ পালনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
দাকোপ প্রতিনিধি
মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ উপজেলার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সংরক্ষিত আসন (৩০) এর সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, জেলা আওয়ামী লীগের সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার সাহা, সমারেশ ঘরামী, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, সত্যেন্দ্র নাথ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, এবিএম রুহুল আমীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, অধ্যাপক দুলাল রায়, চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, গাজী রবিউল ইসলাম, দেবব্রত বিশ্বাস, সঞ্জীব রায়, শেখ রফিকুল ইসলাম, শিবপদ পোদ্দার, জেলা পরিষদ সদস্য কেএম কবির হোসেন, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, সুশংকর বাছাড়, গোলাম হোসেন শেখ, দেবাশিষ রায়, রবিন মন্ডল, রবার্ট জীবন্ত নাথ, স্বপন কুমার সরকার, অধ্যাপক সুপদ রায়, সরোজিত রায় কুঞ্জ, হিমাংশু সরকার, ক্ষিতিষ চন্দ্র রায়, মৃনাল কান্তি মল্লিক, অরবিন্দু সরদার, নিত্যরঞ্জন কবিরাজ, সাইফুল ইসলাম টুটুল, পরিমাল কান্তি রপ্তান, শ্রমিকলীগের গোবিন্দ বিশ্বাস, মহিলা লীগের কনিকা বৈরাগী, মোঃ শিপন ভূঁইয়া, কৃষকলীগের কমলেশ গোলদার, আব্দুর গফুর সানা, লিপিকা বৈরাগী, নাসিমা বেগম, রতন কুমার মন্ডল, বিধান বিশ্বাস, আরাফাত আজাদ, ফয়সাল শরীফ, আকাশ রায়, জি এম ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি,পল্লব রায়, মিহির রায়, অসিত বিশ্বাস,মাসুম হাওলাদার প্রমুখ। সভায় দাকোপ উপজেলা ও উপজেলার ৯ টি ইউনিয়নে পৃথকভাবে যথাযথ মর্যাদা ও উৎসাহের সাথে জাতীর জনকের জন্ম শত বার্ষিকী উদযাপনের সির্দ্ধান্ত গ্রহন করা হয়।