রবিবার ● ২২ মার্চ ২০২০
প্রথম পাতা » সারাদেশ » আকাশ থেকে পড়লো ৪০ কেজি ওজনের লোহার খণ্ড!
প্রথম পাতা » সারাদেশ »
আকাশ থেকে পড়লো ৪০ কেজি ওজনের লোহার খণ্ড!
৪২৫ বার পঠিত
রবিবার ● ২২ মার্চ ২০২০
আকাশ থেকে পড়লো ৪০ কেজি ওজনের লোহার খণ্ড!
এস ডব্লিউ নিউজ: চট্টগ্রামে উপর থেকে ৪০ কেজি ওজনের একটি লোহার খণ্ড মাটিতে পড়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের মিত্রবাড়ির পাশে লোহার খণ্ডটি এসে পড়ে। খবর পেয়ে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা সন্ধ্যায় এটি উদ্ধার করেন। বর্তমানে লোহার খণ্ডটি সীতাকুণ্ড থানায় রয়েছে।
মিত্রবাড়ির সীমানার আনুমানিক ৩-৪ হাত দূরে লোহার খণ্ডটি পড়ে দেড় ফুট ব্যাসার্ধে প্রায় ৯ ফুট মাটির গভীরে চলে যায়। স্থানীয়রা দাবি করছেন, এটি আকাশ থেকে পড়েছে।
স্থানীয় নাজীম উদ্দিন বলেন, ‘দুপুরে বিকট শব্দ শুনতে পাই। বোমা বিস্ফোরণ হলে যেমন শব্দ হয়, ঠিক ওই রকম। খোঁজ নিয়ে দেখি আকাশ থেকে কী একটা পড়ে মাটিতে ঢুকে গেছে। পরে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে লোহার খণ্ডটি উদ্ধার করে।’
ঘটনাস্থলে যাওয়া কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ‘সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় আকাশ থেকে বোমা ফেলা হয়েছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মাটির নিচ থেকে একটি বস্তু উদ্ধারের পর দেখা গেছে এটি লোহার খণ্ড। জাহাজের নোঙর আকৃতির লোহার খণ্ডটির ওজন প্রায় ৪০ কেজি।’
তিনি আরও বলেন, ‘লোহার খণ্ডটি মাটিতে পড়ে প্রায় ৯ ফুট গর্ত হয়েছে। এ কারণে বিকট শব্দ হয়েছে। উপর থেকে এটি কীভাবে পড়লো আমরা তদন্ত করে দেখছি। তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’