মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির বিভিন্ন বাজার মনিটরিং, ৪ জনকে জরিমানা
আশাশুনির বিভিন্ন বাজার মনিটরিং, ৪ জনকে জরিমানা
আশাশুনি : করোনা ভাইরাস প্রতিরোধে আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মসজিদে নামাজ আদায় সংক্রান্ত নির্দেশনা অবহিত করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সোমবার বিকাল ৫ টায় আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়ন, বুধহাটা ইউনিয়ন ও কুল্যা ইউনিয়নে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এসময় দিনে কেবলমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান খোলা রাখতে হবে এবং কোন ক্রমে সামাজিক নিরাপদ দূরত্ব লংঘন করা যাবেনা, সেব্যাপারে কঠোর ভাবে মনিটরিং করা হয়। প্রতিদিন সন্ধ্যা ৬ টার পর কেবলমাত্র ঔষধের দোকান ব্যাতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। আশাশুনি বাজার, বুধহাটা ইউনিয়নের বুধহাটা ও মহেশ^রকাটি বাজার এবং কুল্যা ইউনিয়নের কুল্যার মোড় ও কুলতিয়া মোড় মনিটরিং করা হয়। এসময় মহেশ^রকাটি বাজারে একস্থানে বসে খাওয়ার অপরাধে দঃবিঃ ২৬৯ ধারার আঃ রশিদ, রফিকুল ইসলাম ও আঃ মালেককে ৬০০ টাকা জরিমানা এবং বুধহাটা বাজারের ব্যবসায়ী গোবিন্দ সাধুকে দঃবিঃ ১৮৮ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।