মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সারাদেশ » সিটি মেয়রের নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ
সিটি মেয়রের নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ
এস ডব্লিউ নিউজ: করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় মঙ্গলবার সকালে খুলনা দৌলতপুর ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন কবু মোল্ল্যা, আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রউফ মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার ও সরকারি খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা মনিটরিং টিম সমন্বয় কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি মেয়র ৪ নম্বর ওয়ার্ডের মোট চারশত ২৮ জন কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরে সিটি মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ২, ৩, ৫, ১৩, ১৭, ১৮, ১৯, ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ডের মোট তিন হাজার আটশত ৫২ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।