বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে করোনা প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় বাজারে পরিবর্তন
কেশবপুরে করোনা প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় বাজারে পরিবর্তন
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতনিধি:
যশোরের কেশবপুরে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক ও নিরাপদ দুরত্ব বজায় রাখার সুবিধার্তে উপজেলা সদরসহ প্রতিটি গ্রাম-গঞ্জের হাট বাজারের সময় ও স্থান পরিবর্তন আনা হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে উপজেলা সদরের কাঁচা বাজার, মাছ ও মাংস বাজার কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে এক জায়গায় নেওয়া হয়েছে। বিশাল বড় খোলা মাঠে শুরু হয়েছে এই নতুর বাজার। প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত কাঁচা বাজার মাছ, মাংস ও তরকারি বিক্রি ও বাজার খোলা রাখা হবে। কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রেখে ক্রেতাদের বাজার করার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোর একই পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি বাজার সংলগ্ন স্কুল কলেজ অথবা খোলা স্থানে বসানো হয়েছে কাঁচা বাজার মাছ, মাংস ও তরকারিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার। যেন সবাই করোনাভাইরাস প্রতিরোধে নিজেকে সামাজিক ও নিরাপদ দুরত্ব বজায় রেখে খোলা ময়দানে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করতে পারে। বুধবার থেকে উপজেলা ব্যাপী এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান বলেন কেশবপুরে যেন করোনাভাইরাস ছড়াতে না পারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই চেষ্টা করা হচ্ছে। নতুন বাজার পরিদর্শ করছি। যারা ঙ্গার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।