বুধবার ● ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ » সুন্দরবনের মায়াবি চিত্রল হরিণ লোকালয়ে
সুন্দরবনের মায়াবি চিত্রল হরিণ লোকালয়ে
আটুলিয়া ইউনিয়েনের তালবাড়িয়া নামক স্থান থেকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন ও কদমতলায় স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে সিপিপি ও স্থানীয় জনগণের সহযোগিতায় হরিণটি ধরতে সক্ষম হন। এলাকাবাসী বলেন, ভোরে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসের খবর দেওয়া হয়। পরবর্তীতে বন প্রহরীরা এসে হরিণটি উদ্ধার করেন নিয়ে যায়।
এ বিষয়ে বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা আবু সায়িদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং হরিণটি উদ্ধার করে তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষা করি। হরিণটির শরীরে কোন ক্ষত না থাকায় ও হৃদক্রিয়া স্বাভাবিক থাকায় মুন্সিগঞ্জের ওপারে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেই।
এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন, মিজানুর রহমান, বারসিক এর কর্মকর্তা মননজ মন্ডল প্রমুখ। এর দু’দিন আগে আরো একটি হরিণ লোকালয়ে চলে এসেছিলো। সেটিও উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।