মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না -সিটি মেয়র
ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না -সিটি মেয়র
এস ডব্লিউ নিউজ:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় মঙ্গলবার সকালে খুলনার ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে পাঁচশ ৭১ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সঠিকভাবে ত্রাণ বন্টন করতে হবে। এই দুর্যোগের সময়ে কোন অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবার যেন বাদ না যায় সে দিকে বেশি নজর দিতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র।
ত্রাণসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠুসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ২২, ২৯, ২৬, ২৪, ১৪, ৯ ও ৬ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট দুই হাজার নয়শত ৯৬ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।