সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে জেলেদের মারপিট করায় তিন ফরেস্টারের নামে মামলা
সুন্দরবনে জেলেদের মারপিট করায় তিন ফরেস্টারের নামে মামলা
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জথর অধীন চরাপুটিয়ার বিজবিজিয়ার খাল এলাকায় চার জেলেকে মারপিট এবং রক্তাক্ত জখম করায় তিন বন কর্মর্তার নামে শরণখোলা থানায় গত ১ মে শুক্রবার মামলা করেছে মোংলার মিঠাখালী গ্রামের শেখ সোহরাব হোসেন। মামলায় যেসব বনকর্মকর্তাকে আসামী করা হয়েছে তারা হলেন সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের ফরেস্টার মোঃ মিজানুর রহমান (৪৫), তাম্বুলবুনিয়া টহল ফাঁড়ির আবুল বাশার (৩৮) এবং মোঃ মোতালেব হোসেন (৪০)।
মামলার প্রাথমিক তথ্য বিবরণী এবং বাদীর এজাহার থেকে জানা যায় গত ১৩ জানুয়ারি পৌনে ১২টায় সময় দুই নৌকায় চার জেলে বৈধ ভাবে চরাপুটিয়ার বিজবিজিয়ার খালে মাছ ধরতে যায়। চার জেলে হচ্ছে মোংলার বাঁশতলা গ্রামের মোঃ হানিফ মোছাল্লী, মোঃ হামিদ মোছাল্লী, আসাদ মোছাল্লী ও আতিয়ার মোছাল্লী। বিজবিজিয়ার খালে জেলেরা পৌছানো মাত্র ফরেস্টার মোঃ মিজানুর রহমান এবং আবুল বাশার জেলে আসাদের বাম পায়ে সুন্দরী গাছের লাঠি দিয়ে উপর্যপুরি আঘাত মাধ্যমে মারাত্মক ভাবে জখম করে। অন্যদিকে আসামী ফরেস্টার মোঃ মোতালেব হোসেন জেলে হামিদ মোছাল্লীকে খুন করার উদ্দ্যেশ্যে রামদা দিয়ে পিঠে কোপ দিলে কেটে জখম হয়। জানা যায় ফরেস্টাররা জেলেদে কাছে ১লাখ টাকার চাঁদা দাবী করে । ঘুষের টাকা না পেয়ে জেলেদের নৌকা দুটি তলিয়ে দেয়। পরবর্তীতে জেলে হানিফ মোছাল্লীর কাছে থাকা ৫হাজার টাকা ঘুষ হিসেবে ফরেস্টাররা গ্রহণ করেন। এঘটনায় জেলেদের নিকট আত্মীয় মোংলার মিঠাখালী গ্রামের শেখ সোহরাব হোসেন শরণখোলা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০১/৬৫। মামলার বাদী সোহরাব হোসেন বলেন আসামীদের গ্রেফতারের ব্যাপারে গড়িমসি চলছে। তিনি আসামীদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার সরকার বলেন মামলার তদন্ত কাজে এখনো ঘটনাস্থলে যেতে পারি নাই। অনুমতি সাপেক্ষে স্কট নিয়ে ২/১ দিনের মধ্যে ঘটনাস্থলে যাবো। সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হয়। বনকর্মকর্তাদের নামে মামলার বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন জেলেদের জালে হরিণ শিকারের ফাঁদ এবং বরফ পা্ওয়া গেছে। এমতবস্থায় তাদেও নৌকা থামাতে বলা হয়েছিলো তা তারা অমান্য করে বরং ফরেস্টারদের উপর হামলা চালায়। জেলেদের নামে গত ১৭ জানুয়ারি বন আইনে মামলা হয়েছে। বন বিভাগের সাথে আপোষ-সমঝোতায় ব্যর্থ হয়ে কৌশল হিসেবে তারা নাটক সাজিয়ে ফরেস্টারদের নামে কাউন্টার মামলা করেছে।