বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » সারাদেশ » কেশবপুরে ১৭ হাজার পরিবার সরকারি খাদ্য সহায়তা পেল
কেশবপুরে ১৭ হাজার পরিবার সরকারি খাদ্য সহায়তা পেল
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতনিধি:
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা ঘরবন্দি ১৭ হাজার কর্মহীন ও অসহায় পরিবারকে সরকারিভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলায় ৬৬ হাজার পরিবার রয়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সরকারি নির্দেশ মেনে কেশবপুরের মানুষ করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থেকে কর্মহীন হয়ে পড়েন। সেই সব কর্মহীনদের মাঝে বিতরনের জন্য সরকারিভাবে ১৮১ মেট্রিক টন চাল, শুকনো খাবার ক্রয়ের জন্য ৬ লাখ ৯৬ হাজার টাকা ও শিশু খাদ্য ক্রয়ের জন্য ২ লাখ ১৫ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের মাধ্যমে ১১ টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ১৬ হাজার ৯০০ পরিবারকে ১০ কেজি করে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, ছোলা ও চিনিসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি যশোর জেলা
আওয়ামীলীগের সাধারণ স¤পাদক শাহীন চাকলাদার, কেশবপুর পৌরসভা সহ সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে ত্রান সহায়তা দিলেও এখনো অসহায়, নিন্মবিত্ত ও মধ্যবিত্ত আরো ৪৯ হাজার পরিবার খাদ্য সহায়তা না পেয়ে কষ্টের মধ্যে দিনযাপন করছেন। তাদের মাঝে খাদ্য সহায়তা না দিলে অর্ধাহারে অনাহারে তাদের জীবন সংকটাপন্ন হয়ে পড়বে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম বলেন, সরকারিভাবে ১৬ হাজার ৯০০ পরিবারকে খাদ্য সাহায়তা প্রদান করা হয়েছে। ওই পরিবারের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক শাহীন চাকলাদারের দেয়া খাদ্য সামগ্রীও রয়েছে। উপজেলা নির্বহী অফিসার নুসরাত জাহান বলেন, করোনার মধ্যে কর্মহীন মানুষের সরকারী ও বেসরকারীভাবে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এখনও যারা খাদ্য সহায়তা পাননি তাদেরকেও পর্যায়ক্রমে খাদ্য সহায়তা প্রদান করা হবে।