বুধবার ● ১৩ মে ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কেশবপুরে করোনামুক্ত ১০জনকে সিভিল সার্জনের শুভেচ্ছা
কেশবপুরে করোনামুক্ত ১০জনকে সিভিল সার্জনের শুভেচ্ছা
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতনিধি:
যশোরের কেশবপুর হাসপাতালের আইসোলেশনে থাকা ১০ করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। প্রায় একই সাথে তারা কেরানায় আক্রান্ত হন। সোমবার দুপুরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সুস্থ জীবনে স্বাগতম জানান যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। এ সময় উপেজলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডক্তার মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সুস্থ্য হওয়া ব্যক্তিদের দেওয়া হয় গিফট বক্স। মরণ ব্যধি করোনা জয় করে তারা হাসি মাখা অভিব্যক্তি আর চিকৎসা ব্যবস্থার প্রতি সন্তুষ্টি নিয়ে ফেরেন নিজ নিজ বাড়ীতে। এপ্রিল মাসের শেষের দিকে করোনা হানা দেয় কেশবপুরে। পরপর ১১ জন করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ছিল কেশবপুর হাসপাতালের কর্মরত ডাক্তার, সহকারী ডাক্তার, স্বাস্থ্যসহকারী ও কর্মচারী। আক্রান্তদের কেশবপুর হাসপাতলের করোনা বিভাগে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে কেশবপুর হাসপাতালের দুইজন মেডিকেল অফিসার, দুইজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, দুইজন স্বাস্থ্যকর্মী, একজন স্টোরকিপার, একজন বাইরের ক্লিনিকের কর্মচারী, একজন শহরের সোলানী ব্যাংক এলাকার যুবক এবং ধর্মপুর গ্রামের এক গৃহবধূ।