শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » দুই বাংলার সুপরিচিত সাহিত্যিক দেবেশ রায় প্রয়াত
দুই বাংলার সুপরিচিত সাহিত্যিক দেবেশ রায় প্রয়াত
এস ডব্লিউ নিউজ: প্রয়াত হলেন এপার -ওপার দুই বাংলার সুপরিচিত সাহিত্যিক দেবেশ রায়। ১৪ মে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে কলকাতার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সাহিত্যিক দেবেশ রায়ের জন্ম বাংলাদেশের পাবনা জেলায় ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন লেখক। এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার সকালে সে কারণে তাকে ভর্তি করা হয় কলকাতার অদূরে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে।
অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হলেও স্কুল জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন দেবেশ রায়।
১৯৯০ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান।
এছাড়াও ‘মানুষ খুন করে কেন’, ‘বরিশালের যোগেন মন্ডল’, ‘সময়ে-অসময়ে বৃত্তান্ত’, ‘লগন গান্ধার’, ‘মফস্বলের বৃত্তান্ত’ উপন্যাসগুলোও দেবেশ রায়ের অনবদ্য সৃষ্টি।
ছোট গল্প লিখেছেন অনেক। এরমধ্যে স্মৃতিহীন বিরতিহীন, ছোটগল্প ইত্যাদি উল্লেখযোগ্য।অনলাইন।