সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে ১৮০ পরিবারে মধ্যে সবজি বীজ ও জৈবসার বিতরণ
আশাশুনিতে ১৮০ পরিবারে মধ্যে সবজি বীজ ও জৈবসার বিতরণ
আশাশুনি : আশাশুনিতে করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় খাদ্য উৎপাদনে জরুরী ব্যবস্থা নিতে জনসমাবেশ এড়িয়ে লিডার্সের মাঠ পর্যায়ের দলনেতার হাতে সবজি বীজ ও জৈব সার বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে এনজিও ‘লিডার্স’ কোভিট-১৯ মোকাবেলায় বাড়ীর আঙ্গিনায় স্ববজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় উপকূলীয় অঞ্চাল সাতক্ষীরার আশাশুনিতে দু’টি ইউনিয়নে ‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ন জনগনের জীবন-জীবিকা ও নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম’ আওতাধীন সর্বমোট ১৮০ টি দরিদ্র কৃষক পরিবারে স্ববজি বীজ ঢেড়স, চালকুমড়া, লাউ, মিস্টিকুমড়া, তরুল, ঝিঙে, করলা ও শশাসহ জৈবসার বিতরণ করছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে স্ববজি বীজ ও জৈবসার বিতরন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডলসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও লিডার্স’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিন লিডার্সের ১২টি জলবায়ু সহনশীল দলের দলনেতার নিকট ১৮০ পরিবারের জন্য স্ববজি বীজ ও জৈবসার বিতরন করা হয়েছে। দলনেতাগন দলের সকল সদস্যের বীজ ও জৈবসার নিয়ে প্রত্যেকে তার দলের তালিকাভূক্ত সদস্যদেরকে তাদের নিদিষ্ট পরিমান বীজ ও সার প্রদান নিশ্চিত করবেন বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।