মঙ্গলবার ● ২ জুন ২০২০
প্রথম পাতা » বিবিধ » আশাশুনি সদরে ব্যক্তিগত উদ্যোগে নির্মীত পানি রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন ইউএনও
আশাশুনি সদরে ব্যক্তিগত উদ্যোগে নির্মীত পানি রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন ইউএনও
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা সদরে এলাকাবাসীর ব্যক্তিগত উদ্যোগে নির্মীত নদীর পানি রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। রোববার ও সোমবার বাঁধ পরিদর্শন ও প্লাবিত এলাকার মানুষের খোজ খবর নিতে তিনি এলাকা পরিদর্শন করেছেন। ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে পাউবো’র খোলপেটুয়া নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে আশাশুনি সদরের কয়েকটি গ্রাম, বহু ঘরবাড়ি, মৎস্য ঘের প্লাবিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তিবর্গের আর্থিক ও নৈতিক সহযোগিতায় রিং বাঁধ নির্মান শুরু করেন। ব্যক্তিগত উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে নির্মিত বেড়ীবাধ পরিদর্শন ও পানি বন্দি মানুষের খোজ নিতে উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে উপস্থিত হন। বাঁধ নির্মানের ফলে দয়ারঘাটের একাংশ রক্ষা করা সম্ভব হয়েছে এবং বাকি অনেক স্থানে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিআইও সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলনসহ গণ্যমান্য ব্যক্তি। নিমতলা ও জেলেখালী বেড়ীবাধে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ পরিদর্শনকালে বেড়ীবাধের উপর ঘর বেধে বাস করা মানুষের খোজখবরও নেন তিনি।