বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ » কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের জন্য খেলাঘরের খাদ্য বিতরণ
কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের জন্য খেলাঘরের খাদ্য বিতরণ
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতনিধি:
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্যের সংকটে পড়া হনুমান, কুকুর, বিড়াল ও পাখিদের মাঝে বুধবার উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলার মধ্যকুল ব্রম্ম্যকাটি হনুমানের অভয়ারণ্য এলাকায় পাওরুটি, কলা, বাদাম ও ক্ষিরা বিতরণ করা হয়েছে। অন্যান্য পশু পাখিদের মাঝে ও খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ বড় ভাই, উপজেলা খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী, যুগ্ম সম্পাদক তাপস মজুমদার, খেলাঘর আসরের নিজাম উদ্দিন, রমেশ দত্ত, মধ্যকুল নতুন স্বপ্ন খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, মৌ খেলাঘর আসরের সভাপতি শেখ সাইফুল্লাহ্, সূর্গতরুন খেলাঘর আসরের সভাপতি আমিনুর রহমান বুলবুল, বন্ধুসভার মনিরুজ্জামান, খেলাঘরের আব্দুল্লাহ-আল-মামুন, জি.এম মুন্না, মাহফুজ্জামান, শাহজালাল, রবিউল ইসলাম মুখ।