শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির পল্লীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ খুন হলো স্ত্রীর হাতে ॥ ঘাতক স্ত্রী আটক
আশাশুনির পল্লীতে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ খুন হলো স্ত্রীর হাতে ॥ ঘাতক স্ত্রী আটক
আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আশাশুনির পল্লীতে তুচ্ছ ঘটনা কেন্দ্রিক স্ত্রীর অস্ত্রের আঘাতে খুন হয়েছে সাত সন্তানের জনক এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার প্রতাপনগরে। জানাগেছে, প্রতাপনগর ইউনিয়নে সম্প্রতি আম্পানের আঘাতে প্লাবিত হওয়ায় পানি বন্দি হয়ে পড়া ওই গ্রামের ভ্যান চালক আরশাদ আলী গাজী (৬৫) স্ত্রী সন্তান নিয়ে অভাব অনাটনে দিনাতিপাত করতে থাকে। এরই মধ্যে স্ত্রী সাহিদা খাতুন (৪৮)কে স্বামী আরশাদ আলী ক’দিন ধরে বাপের বাড়ী থেকে কিছু টাকা আনার কথা বলে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চাঁপা ক্ষোভ বিক্ষোভ চলতে থাকে। এরই মধ্যে ঘটনার দিন আরশাদ আলী স্ত্রীকে সকালে বাপের বাড়ী থেকে টাকা আনার জন্য বাকবিতন্ডতার এক পর্যায়ে ২/১টি চড় থাপ্পড় মেরে বারান্দায় ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষন পর সাড়ে ১০টার দিকে তাদের কন্যা শাজিদা রাতের খাওয়া শেষে নিজ ঘরে চলে যায়। এরই মধ্যে ঘাতক স্ত্রী শাহিদা খাতুন দেশীয় অস্ত্র দিয়ে বৃদ্ধ স্বামীকে মাথায় ও মুখে এলোপাতাড়ী কোপ দেয়। এতে ঘটনাস্থলে বৃদ্ধ আরশাদ আলী মৃত্যুবরণ করেন। আরশাদ আলীর মৃত্যু নিশ্চিত জেনে ঘাতক স্ত্রী শাহিদা খাতুন বাড়ী থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে পার্শ্ববর্তী লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ সুরোত হাল রিপোর্ট শেষে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আটককৃত স্ত্রী শাহিদা খাতুনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এরিপোর্ট লেখাপর্যন্ত নিহতের সহোদর বাদী হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে থানা সূত্রে জানাগেছে।