শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » সারাদেশ » করোনায় অসহায়দের পাশে দাঁড়ালো মোংলা সাহিত্য পরিষদ
করোনায় অসহায়দের পাশে দাঁড়ালো মোংলা সাহিত্য পরিষদ
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
করোনাকালে অসহায় অসচ্ছল কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মোংলা সাহিত্য পরিষদ।
শুক্রবার (১২ জুন) বিকাল ৫ টায় ট্রেডার্স মসজিদ রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অসহায় অসচ্ছল ৪০ টি পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাল ৫ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, ২ কেজি আটা, ১ কেজি মসুরের ডাল ও ১ কেজি লবন।
এসময় উপস্থিত ছিলেন মোংলা সাহিত্য পরিষদের আহ্বায়ক ও তারুণ্য মোংলা’র সভাপতি মো. মনির হোসেন, সাপ্তাহিক মেছেরশাহ্ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ আসাদুজ্জামান, বিশিষ্ট কবি ও ছড়াকার জাহির কামাল, কবি ও ছড়াকার শেখ মো. সাইফুল্লাহ, কবি জাহিদুর রহমান জাহিদ, কবি আসমা আক্তার কাজল, কবি তারেক বিন সুলতান, কবি অসীম কুমার পোদ্দার, কবি আব্দুর রতন জোমাদ্দার, কবি মো. মফিজুল ইসলাম, কবি শাহিনা জামান মিথিলা, মো. আলাউদ্দিন, কবি অনুরাগ দত্ত, কবি মো. আলাউদ্দিন,মোংলা যুব ফোরামের সভাপতি পারভেজ খান,মোংলা স্টুডেন্টস ক্যাটারসের সভাপতি ও দৈনিক আলোকিত সকাল’র স্থানীয় প্রতিনিধি মো. আজিজ মোড়ল, দৈনিক স্বদেশ বিচিত্রার স্থানীয় প্রতিনিধি মো. সুজন প্রমূখ।
মোংলা সাহিত্য পরিষদের আহ্বায়ক মনির হোসেন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে আমরা নিজেরা যেমন সহযোগিতা করে যাচ্ছি তেমনি সামরিক বাহিনী ও বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা পেতে অসচ্ছল পরিবারগুলোকে সহযোগিতা করে যাচ্ছি।