সোমবার ● ১৫ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বিঘ্নিত হওয়ায় সরকারী খাল পুনরুদ্ধার অভিযান মোংলার কামারডাঙ্গা খালের উপর ও দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বিঘ্নিত হওয়ায় সরকারী খাল পুনরুদ্ধার অভিযান মোংলার কামারডাঙ্গা খালের উপর ও দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বিঘ্নিত হওয়ায় মোংলার বুড়িরডাঙ্গার কামারডাঙ্গা সরকারী রেকর্ডিয় খালের উপর ও দুইপাশে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ কাজ শুরু হয়েছে। রবিবার সকাল থেকে মোংলা ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের এ সংযোগ খাল পুনরুদ্ধার অভিযান শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের উপ বিভাগীয় প্রকৌশলী মো: আরিফ হোসেন। এ সময় নৌবাহিনী, পুলিশসহ স্থানীয় ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকতার্ এবং সংশ্লিষ্ট ঠিকাদারও উপস্থিত ছিলেন। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালের প্রায় ৬ কিলোমিটার খনন করা গেলেও অবৈধ স্থাপনার কারণে বাকী ৪ কিলোমিটার খননে বিঘ্নের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে সরকারী খালের উপর ও দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খাল ভরাট হয়ে যাওয়ায় খালের দুইপাড়ের খাস জমি দখল করে বহুতল ভবন নিমার্ণ করেন জনৈক আব্বাস জোমাদ্দার, দুলাল জোমাদ্দার ও মো: শহীদ। এছাড়া অন্যান্যরাও কাঁচাঘরবাড়ী নিমার্ণ করে খাস জমি দখলে নিয়ে নেন। রবিবার শুরু হওয়া এ উচ্ছেদ কার্যক্রম আগামী ৩দিন ধরে অব্যাহত থাকবে বলে জানয়িছে অভিযান পরিচালনাকারীরা।