বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে বিবেকানন্দ শিক্ষা-সংস্কৃতি পরিষদের ত্রাণসামগ্রী বিতরণ
কেশবপুরে বিবেকানন্দ শিক্ষা-সংস্কৃতি পরিষদের ত্রাণসামগ্রী বিতরণ
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লগডাউনে কর্মহীন অসহায় দরিদ্র ও মধ্যম শ্রেণির শতাধিক পরিবারের মাঝে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ উদ্যোগে বিবেকানন্দ হিউম্যান সেন্টার ইংল্যান্ড এর অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সংগঠনের হলরুমে অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রমেশ চন্দ্র দত্ত, সভাপতি অচিন্ত্য কুমার সেন, সাধারণ স¤পাদক কুমার জ্যোতি বিশ্বাস, সাবেক সভাপতি কার্তিক চন্দ্র সাহা, প্রভাষক শংকর দে, প্রতিষ্ঠাতা স¤পাদক পলাশসিংহ, সাবেক স¤পাদক প্রভাষক কুন্তাল বিশ্বাস, সদস্য শীতল সাহা, তাপস সাহা, তিতাস দে, সৌমিত্র মোদক, তন্ময় দাস, ইন্দ্রজিৎ দাস প্রমুখ। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, মুড়ি, লবণ, সাবান, খাবার স্যালাইন,মশার কয়েল সহনগদ অর্থ।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, করোনা মহামারির কারণে মধ্যম শ্রেণির মানুষের পুষ্টি চাহিদা মিটানো রজন্য আমাদের এই সহযোগিতা চলমান থাকবে।