রবিবার ● ২১ জুন ২০২০
প্রথম পাতা » খেলা » গদাইপুর মাঠে বিদ্যুৎ এর পোলের স্তুপ: খেলোয়াড়দের মধ্যে চরম ক্ষোভ
গদাইপুর মাঠে বিদ্যুৎ এর পোলের স্তুপ: খেলোয়াড়দের মধ্যে চরম ক্ষোভ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার গদাইপুর খেলার মাঠে ঠিকাদার কতৃক বিদ্যুতের পোল স্তুপ করে রাখায় খেলার পরিবেশ নষ্ট ও খেলা বন্দের উপক্রম হওয়ায় খেলোয়াড়দের মধ্যে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে ।মাঠ থেকে বিদ্যুতের পোল সরিয়ে নিয়ে মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে দিতে স্থানিয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে খেলোয়ার ও এলাকার সচেতন মহল।
ঐতিহ্যবাহী গদাইপুর খেলার মাঠের সুনাম রয়েছে এলাকায়।বর্তমান প্রতিদিন মাঠে সকালে ও বিকালে ফুটবল খেলা করছে এলাকার খেলোয়াড়রা। তাছাড়া মাঠে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিণ্টন, ঘুড়ি ওড়ানো সহ নানা খেলা অনুষ্ঠিত হয়।তবে কিছু দিন যাবত মাঠটি বানিজ্যিক ভাবে ব্যবহার করছে ব্যবসাহী ও ঠিকাদাররা।বিভিন্ন নির্মাণ সামগ্রি ও বিদ্যুতের পোল স্তুপ করে রেখে মাঠে খেলার পরিবেশ নষ্ট করছে।তারা কাউকে কিছু না জানিয়ে রাতের বেলা এসব সামগ্রী মাঠে রাখা শুরু করেছে।এতে মাঠের পরিবেশ নষ্ট ও খেলা বন্দ হওয়ার উপক্রম দেখা দিয়েছে।এ ঘটনায় খেলোয়াড়দের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো:রেজায়েত আলী জানান, মাঠের মাঝে এভাবে পোল রাখা ঠিক হয়নি।ঠিকাদারকে জানানো হয়েছে পোল সরিয়ে নিতে।তাড়াতাড়ি পোল সরিয়ে নিবে বলে জানান।খেলার মাঠে খেলা হবে,মাঠের সুন্দর পরিবেশ বজায় থাকবে এটাই কাম্য।খেলার মাঠ যাহাতে বানিজ্যিক ভাবে ব্যবহার করতে না পারে তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে খেলোয়াড় ও এলাকার সচেতন মহল