মঙ্গলবার ● ২৩ জুন ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » ঘূর্ণিঝড় আম্পানে প্লাবিত এলাকায় গবাদপিশুর খাবাররে জন্য র্অথ প্রদান
ঘূর্ণিঝড় আম্পানে প্লাবিত এলাকায় গবাদপিশুর খাবাররে জন্য র্অথ প্রদান
অরুন দেবনাথ, ডুমুরিয়া:
খুলনার ডুমুরিয়ায় সাহস, মাগুরখালী, শোভনা, ভান্ডারপাড়া ও শরাফপুর ইউনিয়নে গবাদি পশুর জন্য খাদ্য সহয়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাহস ইউনিয়নের লতাবুনিয়াসহ কয়েকটি এলাকার ৬৫টি পরিবারের গবাদি পশুর জন্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম প্রধানমন্ত্রী প্রদত্ত এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম জানান, করোনা প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া কর্মহীন ব্যক্তি এবং আম্ফানে প্লাবিত হওয়া পরিবারের গবাদি পশুদের পর্যাপ্ত খাবার দিতে না পারায় গবাদিপশুদের খাদ্য সংকট দেখা দিয়েছে। মানবিক সহায়তার পাশাপাশি গবাদি পশুদের খাদ্য সংকটের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসক মহোদয়ের তত্বাবধানে গবাদিপশুর খাবারের জন্য অর্থ প্রেরণ করেন। তারই প্রেক্ষিতে প্লাবিত মোট ৬৫ টি পরিবারকে গবাদিপশুর জন্য খাদ্য বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য ইউনিয়নে বিতরণ করা হবে। তিনি আরো জানান, যে সমস্ত এলাকা ঘূর্ণিঝড় আম্পানে প্লাবিত হয়েছে সে সমস্ত এলাকায় যাদের গবাদিপশু আছে ওই সকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে গো-খাদ্যগুলো বিতরণ করা হয়েছে। গো-খাদ্য বিতরণের সময় সাথে ছিলেন ভেটেনারি সার্জন ডা: প্রিয়ংকর কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনসহ সংশ্লিষ্ঠ এলাকার জনপ্রতিনিধি ও সুধী সমাজের নেতৃবৃন্দ।