শুক্রবার ● ২৬ জুন ২০২০
প্রথম পাতা » সাহিত্য » কবিতা
কবিতা
কোকিলের আগমন
মাধুরী রানী সাধু
কোকিল আমার প্রিয় পাখি
তার অপেক্ষায় বসে থাকি
কখন আসবে বসন্তকাল
শুনতে পাবো কুহু কুহু
সু-মধুর সেই গান।
তার গানেতে কি যে মায়া
থাকে শুধু সুখের ছোয়া
রংটা তাহার যদিও কালো
জাগাতে পারে মনের আলো।
কালো কোকিলের আছে শুধু
মায়ার সুরের বৃষ্টি
সারা বছর অপেক্ষার পর
আসে ঋতু বসন্ত
সে ঋতুতে কোকিলের নাচন
গানে ঝরে মধুর সুর।
তার গানেতে মনে লাগে
অন্যরকম দোলা
গানের ছোয়ায় মনের সব
কষ্টকে যায় ভোলা।
নদীর টান
মাধুরী রানী সাধু
সারাদিন পরে বিকাল যখন হয়
মনটা আমার কেমন করে
নদীর পানে ধায়।
আমি তখন বড্ড ব্যাকুল
নদী আমায় ডাকছে আকুল
যেতে হবে নদীর কাছে
মনটা আমার বসে না কাজে।
শুধু ভাবি কখন যাবো
কলকল রবে চলা নদীর কাছে।
নদীটাকে দেখলে মনটা আমার
অন্যরকম লাগে।
মনের ভিতর কেমন যেনো
আনন্দের অনুভুতি জাগে।
সারাদিনের ক্লান্তিটা আর
থাকে না আমার মনে
আমি শুধু চেয়ে থাকি
নদীর পানে।
নদী হলো ছুটে চলা মন
তার থাকে না ছলাকলা
বুঝতে শেখায় বাঁচার মানে
নদী সেতো চলার পথের
অন্যরকম শক্তি
তাইতো আমি নদীটাকে
এতোই করি ভক্তি।