বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে অবৈধ বালু উত্তোলনের দায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
কেশবপুরে অবৈধ বালু উত্তোলনের দায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুরে হরিহর নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে দোষীকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ঘাঘা গ্রামের মৃত কোরবান গাজীর ছেলে হাফিজুর রহমান ড্রেজার মেশিন দিয়ে বড়পাথরা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা হরিহর নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিলেন। এমন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা যাচাই করে হাফিজুর রহমানকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারার অমান্য করার অপরাধ ও ১৫(১)ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।