শুক্রবার ● ৩ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে মেছো বাঘের হানায় আতঙ্কিত মানুষ
কেশবপুরে মেছো বাঘের হানায় আতঙ্কিত মানুষ
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বুধবার রাতে আবারও বিলুপ্তপ্রায় মেছো বাঘের হানায় আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার বরনডালী গ্রামের কপোতাক্ষ নদের অববাহিকায় বসবাসকারী মানুষ।গত কয়েক মাস আগেও এক রাতে এমনই একটি মেছোবাঘ হানা দিয়েছিল ঐ এলাকায়। যার ফলে ঐ এলাকার সাধারণ মানুষ রিতিমত আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছে। জনগণ এবার সেই বাঘটিকে পিটিয়ে হত্যা করেছে বলে এলাকাবাসি সুত্রে জানাগেছে। এলাকাবাসী আরো বলেন, খাদ্যের সন্ধানে আসা বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ বরণডালী গ্রামের মিরেরডাঙ্গায় বসবাসকারী আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরে ছাগল খাওয়ার জন্য হানা দেয়। এ সময় কুকুরের ডাকাডাকিতে বাড়ির মালিক কুদ্দুসের ঘুম ভেঙ্গে যায়। তখন বাড়ির মালিকের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। আব্দুল কুদ্দুস বলেন, আমাদের বাড়িতে একটি মেছো বাঘ ছাগল খেতে এলে একদল কুকুর বাঘটিকে ঘিরে ফেলে। পরবর্তীতে গ্রামের লোকজন বাঘটিকে আঘাত করলে মারা যায়। পরে মেছো বাঘকে মাটিতে পুতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, গত ৩ মাস আগে ওই এলাকায় আরও একটি মেছো বাঘ হানা দিয়েছিল।এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, বিষয়টি তাদেরকে কেউ জানায়নি। তবে বিষয়েটি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।