শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » চাঁপাইনবাবগঞ্জ শাহ্জাহানপুরে জনসংখ্যা দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জ শাহ্জাহানপুরে জনসংখ্যা দিবস পালন
বিলকিস আরা ;প্রেস বিজ্ঞপ্তি: চাঁপাইনবাবগঞ্জ শাহ্জাহানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১০.৩০ মি. এ জনসংখ্যা বৃদ্ধি রোধ নিয়ে আলোচনা ও মতবিনিময় শেষে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সাথে সংযুক্ত হয়ে জুম অ্যাপসের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ মিটিং এ অংশগ্রহণ করেন।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ শাহ্জাহানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা এর উদ্যোগে জনসংখ্যা দিবস পালন করা হয়। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ‘‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছর ঘরোয়াভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা অফিসের সাথে সংযুক্ত হয়ে জুম অ্যাপসের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ মিটিং এ অংশগ্রহণ করে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুস সালামের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। ভার্চুয়াল আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন- বর্তমান সময়ে কোভিড-১৯ সংক্রমন পরিস্থিতিতে কর্মীদের সুরক্ষিত থেকে মা ও শিশু স্বাস্থ্য, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা পাবার অধিকার নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিশ্ব জনসংখ্যা দিবসের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মুক্তাদির আলম সেলিম, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার কবির আলী, ফার্মাসিস্ট রওশন আরা, পরিবার কল্যাণ সহকারি বিলকিস আরা এবং মোসা: মাকসুদা, অফিস সহায়ক দস্তগীর আলম প্রমুখ।