বুধবার ● ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » বিবিধ » ইউএনও পাইকগাছা পরিচয় দিয়ে প্রতারক চক্রের অর্থ দাবি, সাবধান থাকার আহবান
ইউএনও পাইকগাছা পরিচয় দিয়ে প্রতারক চক্রের অর্থ দাবি, সাবধান থাকার আহবান
এস ডব্লিউ নিউজ: সম্প্রতি ইউএনও পাইকগাছা পরিচয় দিয়ে প্রতারক চক্র বিভিন্ন শ্রেনী পেশার মানুষের নিকট থেকে অর্থ আদায়ে সচেষ্ট আছে বলে জানা যাচ্ছে। পাইকগাছা উপজেলাবাসীকে এই সকল প্রতারক হতে সাবধান থাকার অনুরোধ জানানো যাচ্ছে।
এ ধরণের কোন ফোন পেলে তাৎক্ষণিক ভাবে ০১৯৬৯৬৫৫৮৮৮ নম্বরে জানান। এমনকি এই নম্বর থেকে কেউ ফোন করে টাকা চাইলেও আপনি কল কেটে পুনরায় এই নম্বরে ফোন করে উপজেলা নির্বাহী অফিসারকে জানান।কারণ প্রতারক চক্র ইউএনওর নম্বর হুবহু কপি বা ক্লোন করে আপনাকে প্রতারিত করতে পারে। আপনি যদি কল কেটে উপরের নম্বরে ফোন করেন তবে তা ইউএনও পাইকগাছার নিকট আসবে। ক্লোন নম্বর থেকে কল করা যায় কিন্তু ক্লোন নম্বরে কল প্রবেশ করে না।
অতএব সাবধান থাকুন।