বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় লাইসেন্স বিহিন ২টি করাত কলে জরিমনা
পাইকগাছায় লাইসেন্স বিহিন ২টি করাত কলে জরিমনা
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায ভ্রাম্যমান আদালত লাইসেন্স না থাকায় দুইটি করাত কল থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে উপজেলার নতুন বাজারে অবস্থিত লাইসেন্স না থাকায় সওকত হোসেনের স’মিল ২হাজার টাকা ও সৌগত ঘোষ এর স’মিলে ৫ হাজার টাকা জরিমনা করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন পাইকগাছা উজেলা নির্বাহী অফিসার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সীদ্দিকী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়,দিপঙ্কর মণ্ড ল সহ সঙ্গীয় ফোর্স।বৃহস্পতিবার জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে আজ উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স বিহীন করাত কল পরিচালনা করার জন্য ও রাস্তার পাশে অবৈধ ভাবে কাঠ রাখার জন্য দুইটি করাতকলের মালিককে জরিমানা করা হয়।