বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সারাদেশ » নড়াইলের মঙ্গলপুর এলাকায় নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলের মঙ্গলপুর এলাকায় নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে মধুমতি নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর আয়োজনে বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মঙ্গলপুর গ্রামের মোল্যা শাহাদত হোসেন, সিরাজ মোল্যা, মুজিবর মোল্যা, শেরআলী, কলেজছাত্র রনো মোল্যা, গৃহিণী জোসনা বেগম, মনিরা বেগম, তানজিলা বেগম, রেকসোনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, নড়াইলের মঙ্গলপুর গ্রামে প্রায় ২০ বছর ধরে মধুমতি নদী ভাঙন অব্যাহত রয়েছে। তবে গত দুই বছর ভাঙন বেশি দেখা দিয়েছে। কৃষি জমি ও বাড়িঘর হারিয়ে এ এলাকার দেড় শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। এছাড়া চরমঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভাঙনের মুখে রয়েছে। এখানে প্রায় দুই কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।