শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভাগ্নের ঢেলে দেওয়া গরম পানিতে ঝলছে গেছে মামার শরীর
পাইকগাছায় ভাগ্নের ঢেলে দেওয়া গরম পানিতে ঝলছে গেছে মামার শরীর
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় তুচ্ছ ঘটনায় ভাগ্নের ঢেলে দেয়া গরম পানিতে ঝলছে গেছে মামার মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ীর চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটেছে। আহতকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের বান্দিকাটি গ্রামের হাসেম গাজী (৪৩) সাথে তার ভাগ্নে শহীদের দোকানের সামনের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। মামা হাসেম মুদি ও চায়ের দোকান এবং ভাগ্নে মুদি দোকানদার। মামা হাসেম ভাগ্নের দোকানের পাশে বেড়া দিলে সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। স্থানীয়রা তাৎক্ষনিক মিটিয়ে দিলেও কিছু পরে শহীদের চাচা সুজাত গাজীর নির্দেশে বাড়ীর লোকজন ডেকে এনে আবারও হাসেম গাজীকে মারপিট করে। এ সময় চায়ের কেটলিতে থাকা গরম পানি মামা হাসেমের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় ঢেলে দেয় শরীরের বিভিন্ন অংশ ঝলছে মারাত্মক আহত হয়। হাসেম গাজী পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সুজাত গাজীকে ১নং আসামী করে ৭ জনের নামে এজহার দাখিল হযেছে। তবে শহীদ গাজী জানায় তার মামা তাকে কামড়িয়ে আহত করেছে। মারামারী করার সময় তার গায়ে গরম পানি পড়েছে।