শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

SW News24
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ » সম্পদ সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম -সিটি মেয়র
প্রথম পাতা » পরিবেশ » সম্পদ সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম -সিটি মেয়র
৪৬১ বার পঠিত
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্পদ সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম -সিটি মেয়র

এস ডব্লিউ নিউজঃ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে  ---শনিবার সকালে খুলনার মহেশ^রপাশা সিএসডি চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সম্পদ সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম। মুজিববর্ষে সরকার দেশে এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন। দেশে জনসংখ্যার তুলনায় বনজ সম্পদ ও বনভূমি অপ্রতুল। এ কারণে পতিত জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। মেয়র মুজিববর্ষে সকলকে কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান।

এসময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহেশ^পাশা সিএসডি’র ব্যবস্থাপক মোঃ মকলেচ আল আমিন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, খানজাহান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, মহেশ^পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (ফিরোজ), সাধারণ সম্পাদক এসএম শাহ আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মুজিববর্ষ উপলক্ষে শিরোমণি পুলিশ টেনিং সেন্টার চত্ত্বরে এবং বাংলাদেশ ক্যাবলস শিল্প লিমিটেড চত্ত্বরে গাছের চারা রোপণ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)