

সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » পায়ে পায়ে বৃষ্টি
পায়ে পায়ে বৃষ্টি
পায়ে পায়ে বৃষ্টি
……প্রকাশ ঘোষ বিধান
ছুটে চলে ভেজা পথে
পায়ে পায়ে বৃষ্টি
বুনো বাতাস আছড়ে পড়ে
চোখে চোখে দৃষ্টি।
বৃষ্টির গানে পায়ে বাজে
সুরে সুরে নুপুর
অলি গলি ঘুরে হলো
নেচে নেচে দুপুর।
নয়ন ভেজা বৃষ্টির কনা
লাল লাল মুখ
অবেলায় এসে মন কাঁপে
দুরু দুরু বুক।