বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনিতে স্বাস্থ্য মনিটরিং ‘এ্যাপ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনিতে স্বাস্থ্য মনিটরিং ‘এ্যাপ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনিতে পানি ব্যবস্থাপনা সংগঠনের স্বাস্থ্য মনিটরিং ‘এ্যাপ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে ব্লু-গোল্ড প্রোগ্রাম পোল্ডার ২ এবং এক্সটেনশন পার্ট, সাতক্ষীরার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রোগ্রামের জোনাল কোঅডিনেটর মু. শহিদুল ইসলাম। পাউবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পোল্ডারের পানি ব্যবস্থাপনা দল। মহেশ্বরকাটি ডব্লুএমজি’র সভাপতি ভবেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন পোল্ডার কোঅডিনেটর অচিন্ত কুমার দে। সমাপনীতে বক্তব্য রাখেন, দক্ষিণ চাপড়া খাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি সাংবাদিক এসএম আহসান হাবিব, সিডিএফ আকিদুল ইসলাম ও দীন বন্ধু সরকার, বেউলা ডব্লুএমএ’র সম্পাদক নাজমুল হুদাসহ অংশগ্রহনকারী ডব্লুএমএ’র নেতৃবৃন্দ। প্রশিক্ষনে লগ ইন করা, হোম পেজ পরিচিতি, ভাষা পরিবর্তন, অবস্থা সম্পর্কিত তথ্য প্রদান ফর্ম সম্পর্কিত, খসড়া ফরম সম্পর্কিত, ফর্ম জমা সম্পর্কিত বিষয়সহ ডব্লুএমজি’র বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।