শনিবার ● ৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চিত্রবিচিত্র » শতাধিক কবুতরের প্রাণ কেড়ে নিলো মৌমাছি!
শতাধিক কবুতরের প্রাণ কেড়ে নিলো মৌমাছি!
এস ডব্লিউ নিউজ:
মৌমাছির আক্রমণে মারা গেছে ১১০ টি কবুতর। এর মধ্যে বেশ কিছু কবুতর ছিলো দুর্লভ প্রজাতির। শুক্রবার বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচরা গ্রামের তানিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
তানিম বলেন, মৌমাছির চাক থেকে অপরিচিত দু’তিনজন মধু সংগ্রহ করতে আসেন। তারা মৌচাকে হাত দেয়া মাত্রই মৌমাছিরা চারদিকে ছুটাছুটি শুরু করে। এ সময় মৌমাছির ঝাঁক পোষা ১১০ টি কবুতরকে আক্রমণ করে। এতে কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়ায় একে একে কবুতরগুলো মারা যেতে থাকে।
মৌমাছির কামড়ে তানিমের চাচাতো ভাই রানা (৩৫) ও জসিম (৩৭) অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তানিম হোসেন বলেন, আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ি। আমার এত শখের দীর্ঘদিনের পালিত কবুতরগুলো চোখের সামনে এভাবে নিমিষেই শেষ হয়ে যাবে তা ভাবতেই পারিনি। বেশ কিছু বিদেশি প্রজাতির দুর্লভ কবুতর ছিল। তার মধ্যে কোকা, হোমার, লাল চন্দন, হেয়া চন্দন, গিরিবাজ প্রভৃতি প্রজাতির কবুতরও রয়েছে।
স্থানীয়রা জানান, ওই তানিম হোসেন লেখাপড়ার পাশাপাশি শখের বশে নিজ বাড়ির ছাদে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর পালন করতেন।